মোবাইল থেকে বড় সাইজের ফাইল ট্রান্সফার করতে অনেকক্ষেত্রেই বহুক্ষণ সময় লাগে। ফাইল সাইজ একটু বড় হয়ে গেলেই তাড়াতাড়ি আর তা অন্য ডিভাইসে পাঠানো যায় না। তাই বড় সাইজের ফাইল ফোন থেকে ট্রান্সফার করতে হলে কয়েকটি অ্যাপ রাখা প্রয়োজন। এই সমস্যার সমাধান করার জন্য ফোনে কী কী অ্যাপ রাখবেন দেখে নিন। SHAREit- বড় ভিডিও, ফাইল, মিউজিক ফাইল পাঠানোর জন্য এই অ্যাপ আদর্শ। Send Anywhere- এটি একটি লং ডিসটেন্স ফাইল শেয়ারিং অ্যাপ। এই অ্যাপের সাহায্যে ৬ ডিজিট কোডের মাধ্যমে দুটো ডিভাইসকে লিঙ্ক করা হয়। Xender- শুধু বড় সাইজের ফাইল নয় গোটা ফোল্ডারও পাঠানো যায় এই অ্যাপের সাহায্যে। তবে এই অ্যাপে কিছু ট্রান্সফার করতে হলে ওয়াই-ফাইয়ের সাহায্য নিতে হয়। Easy Share- অ্যাপ, ভিডিও, ছবি, মিউজিক, কনট্যাক্ট- সবই পাঠানো যায় এই অ্যাপের সাহায্যে।