Image Source: Pexels

আগামী ৭ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ।

Image Source: Pexels

এখনও পর্যন্ত আইফোন ১৪ সিরিজ সম্পর্কে যা যা তথ্য জানা গিয়েছে দেখে নিন।

Image Source: Pexels

আইফোন ১৪ সিরিজে মোট চারটি মডেল লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে।

Image Source: Pexels

আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো ম্যাক্স লঞ্চ হতে পারে।

Image Source: Pexels

আইফোন ১৪ সিরিজের 'প্রো' মডেলে এ১৬ বায়োনিক চিপ থাকতে পারে।

Image Source: Pexels

আগের তুলনায় আইফোন ১৪ সিরিজে উন্নত ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

Image Source: Pexels

আইফোন ১৩ সিরিজের থেকে ভাল মানের ক্যামেরা সেনসরও থাকবে আইফোন ১৪ সিরিজে।

Image Source: Pexels

প্রো মডেল ছাড়া আইফোন ১৪ সিরিজের অন্য মডেলে এ১৫ বায়োনিক চিপ থাকবে।

Image Source: Pexels

আইফোন ১৪ সিরিজের ফোনে লো আর্থ অরবিট স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি থাকতে পারে।


এর ফলে ৪জি বা ৫জি কানেকশন না থাকলেও ফোন বা মেসেজ করা যাবে।

Thanks for Reading. UP NEXT

আইফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! কোন মডেলে

View next story