আগামী ৭ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৪ সিরিজ। এখনও পর্যন্ত আইফোন ১৪ সিরিজ সম্পর্কে যা যা তথ্য জানা গিয়েছে দেখে নিন। আইফোন ১৪ সিরিজে মোট চারটি মডেল লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ মিনি, আইফোন ১৪ প্রো ম্যাক্স লঞ্চ হতে পারে। আইফোন ১৪ সিরিজের 'প্রো' মডেলে এ১৬ বায়োনিক চিপ থাকতে পারে। আগের তুলনায় আইফোন ১৪ সিরিজে উন্নত ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৩ সিরিজের থেকে ভাল মানের ক্যামেরা সেনসরও থাকবে আইফোন ১৪ সিরিজে। প্রো মডেল ছাড়া আইফোন ১৪ সিরিজের অন্য মডেলে এ১৫ বায়োনিক চিপ থাকবে। আইফোন ১৪ সিরিজের ফোনে লো আর্থ অরবিট স্যাটেলাইট কমিউনিকেশন কানেক্টিভিটি থাকতে পারে। এর ফলে ৪জি বা ৫জি কানেকশন না থাকলেও ফোন বা মেসেজ করা যাবে।