আর কিছুক্ষণের মধ্যেই অ্যাপেলের লঞ্চ ইভেন্ট শুরু হতে চলেছে। কী কী লঞ্চ হতে পারে, দেখুন। আইফোন ১৪ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে অ্যাপেলের লঞ্চ ইভেন্টে। এই সিরিজে মোট চারটি আইফোন লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স লঞ্চ হতে পারে। আইফোন ১৪ সিরিজের 'প্রো' মডেলে এ১৬ বায়োনিক চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৩ সিরিজের তুলনায় উন্নত ব্যাটারি এবং ক্যামেরা সেনসর থাকতে পারে। আইফোন ১৩ সিরিজের তুলনায় আইফোন ১৪ সিরিজের দাম বেশি হতে পারে। আইফোন ১৪ সিরিজ ছাড়া আর কী কী লঞ্চ হতে পারে জেনে নিন। অ্যাপেল ওয়াচ ৮ সিরিজ এবং অ্যাপেল ওয়াচ প্রো লঞ্চ হতে পারে এই ইভেন্টে। এয়ারপডস প্রো ২ লঞ্চেরও সম্ভাবনা রয়েছে অ্যাপেলের এই ইভেন্টে।