Image Source: Pexels

আর্থ্রারাইটিসের ব্যথায় কষ্ট পাচ্ছেন? তাহলে অবশ্যই এড়িয়ে চলুন এইসব খাবার।

Image Source: Pexels

মুঠোমুঠো ওষুধ না খেয়ে খাওয়াদাওয়ার অভ্যাসে পরিবর্তন আনলে ব্যথা কমতে পারে।

Image Source: Pexels

তবে ব্যথায় খুবই কষ্ট পেলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Pexels

চিকিৎসকের পরামর্শ নিয়ে শরীরচর্চাও করুন। এতেও আর্থ্রারাইটিসের ব্যথায় উপশম হয়।

Image Source: Pexels

এবার জেনে নেওয়া যাক আপনার ডায়েট থেকে কী কী একেবারেই বাদ দেবেন।

Image Source: Pexels

অ্যাডেড বা প্রসেসড সুগার কোনওমতেই খাবেন না।

Image Source: Pexels

প্রসেসড মিট এবং রেড মিট মেনুতে রাখা আর্থ্রারাইটিসের রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক।

Image Source: Pexels

গ্লুটেন ফ্রি খাবার খাওয়া প্রয়োজন। গ্লুটেন আর্থ্রারাইটিসের রোগীদের জন্য খুবই ক্ষতিকর।

Image Source: Pexels

মদ্যপানের অভ্যাস থাকলে তা অতি অবশ্যই ত্যাগ করুন, কারণ অ্যালকোহল আর্থ্রারাইটিস রোগীদের জন্য একেবারেই ভাল নয়।

Image Source: Pexels

যেসব খাবারে অতিরিক্ত নুন থাকে তা আর্থ্রারাইটিস রোগীদের ক্ষেত্রে এড়িয়ে চলাই ভাল।