উৎসবের মরসুমে কেনাকাটা বা বিয়ের জন্য ভরপুর শপিং। বাড়ি বা ফ্ল্যাট কেনা থেকে গাড়ি কেনা- সবকিছুর জন্য়ই ঋণ প্রয়োজন



এই ঋণ নেওয়ার আগে বেশ কিছু দিকে খেয়াল রাখা প্রয়োজন। কী কী প্রথমেই দেখে নেওয়া প্রয়োজন।



ব্যাঙ্ক বা স্বীকৃত নন-ব্যাঙ্কিং সংস্থা থেকে ঋণ নেওয়ার চেষ্টা করা উচিত। অচেনা কোনও সংস্থা বা অচেনা কোনও অ্যাপের মাধ্য়মে ঋণ নেওয়া উচিত না।



এক এক রকম ঋণের জন্য এক একরকম ঋণ হতে পারে। বাড়ি ঋণ-গাড়ি ঋণের তুলনায় ব্যক্তিগত ঋণের নিয়ম বেশ খানিকটা আলাদা



বাড়ি বা গাড়ির লোনের জন্য অন্তত ২-৩ বছরের ITR চেয়ে থাকে প্রথম সারির ব্যাঙ্ক ও অব্যাঙ্কিং সংস্থা। তাই আগে থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া ভাল।



যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে ৪-৬ মাসের বেতনের কাগজ বা স্যালারি স্লিপ চেয়ে থাকে ঋণপ্রদানকারী সংস্থা। নয়তো অনেক সময় ইনকাম সার্টিফিকেট চাওয়া হয়।



আধার, ভোটার কার্ড, প্যান কার্ড প্রয়োজন হবে। সেগুলি হাতের কাছে রাখবেন।



CIBIL স্কোর ঋণের জন্য গুরুত্বপূর্ণ। ভাল সিবিল স্কোর থাকলে ঋণ পাওয়া সহজ হয়। যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। তাহলে সেটার বিল ঠিকমতো দিলেও স্কোর ভাল থাকে



বেশ কিছু ব্যাঙ্ক এবং অ-ব্যাঙ্কিং সংস্থার সঙ্গে কথা বলতেই হবে। তাহলেই তুল্যমূল্য বিচার করে ঋণের জন্য আবেদন করা ভাল।



প্রদত্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক। বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে অর্থ সংক্রান্ত কোনও পরামর্শ দেয় না।