এই কাজ করলে সুগার নিয়ন্ত্রণে থাকবে মহিলাদের

Published by: ABP Ananda
Image Source: Freepik

রক্তশর্করা নিয়ন্ত্রণের জন্য শরীরচর্চা জরুরি।

Image Source: Freepik

মহিলাদের ক্ষেত্রে নিজেকে সচল সক্রিয় রাখা খুবই দরকার।

Image Source: Freepik

এতে রক্তসঞ্চালন ঠিক থাকে শরীরে।

Image Source: Freepik

ধূমপান করলে রক্তশর্করা নিয়ন্ত্রণে রাখা সমস্যা হয়ে দাঁড়ায়।

Image Source: Freepik

স্ট্রেসের মাত্রা নিয়ন্ত্রণে না রাখলে সমস্যায় পড়বেন।

Image Source: Freepik

এর জন্য প্রাণায়াম, যোগা ও ধ্যানাভ্যাস করতে হবে।

Image Source: Freepik

ঘুম ভাল হওয়া দরকার রক্তশর্করা নিয়ন্ত্রণের জন্য।

Image Source: Freepik

ডায়েট স্বাস্থ্যকর হলে রক্তশর্করা বাড়ার সম্ভাবনা কম।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik