রাতে খাওয়ার পর দইয়ের মতো প্রোবায়েটিকস খেলে বদহজমের আশঙ্কা দূর হতে পারে

Published by: ABP Ananda

রাতে খাবার খাওয়ার মৌরি চিবিয়ে খেলে হজম ক্ষমতা বাড়ে, ফলে পেট ফাঁপার আশঙ্কা কমে

Published by: ABP Ananda

রাতে খেয়ে ১০ থেকে ১৫ মিনিট হাঁটলে হজম ক্ষমতা বাড়তে পারে

Published by: ABP Ananda

গরম জল বা যে কোনও ধরনের ভেজজ চা পান করা যেতে পারে, তাতে হজম হতে পারে দ্রুত

Published by: ABP Ananda

খেতে খেতে জল পান বা খাওয়ার পর অনেকটা জল পান করলে হজম ক্ষমতা কমে, তাই রাতে খাবার পর প্রথমে অল্প পরিমাণ জল পান করতে হবে

Published by: ABP Ananda

খেয়ে ওঠার কিছুক্ষণ পর খুব সাধারণ কিছু স্ট্রেচ করা যায়, এতে পেশি শান্ত হয়

Published by: ABP Ananda

অ্যাসিড রিফ্লাক্সের আশঙ্কা দূর করতে, খেয়ে ওঠার ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ঘুমাবেন না

Published by: ABP Ananda

হালকা হাতে মাসাজ করা যায় পেট, এর ফলে পেটের অস্বস্তি, পেট ফাঁপা, বদহজমের আশঙ্কা দূর হয়

Published by: ABP Ananda

রাতে খাবার পর মিষ্টি একেবারেই নয়, পরিবর্তে মিষ্টি কোনও ফল, ডার্ক চকোলেট খাওয়া যেতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda