Image Source: PIXABAY

কিছু রান্নায় কারিপাতা মানে সেই পদের স্বাদ ও গন্ধ একেবারে অন্য মাত্রায় পৌঁছে যায়।

স্বাদবর্ধক ছাড়া চুলের নানা সমস্যা সমাধানেও এটি দারুণ কার্যকরী, মনে করেন অনেকে।

কারিপাতার প্রদাহ-রোধী এবং অ্যান্টিফাংগাল বৈশিষ্ট্য চুলে খুসকির সমস্যা কমাতে সাহায্য করে।

চুলের বাড়বৃদ্ধি করতেও সাহায্য করে কারিপাতা।

চুলকে গোড়া থেকে শক্ত করতেও গুরুত্বপূর্ণ করে এই উপাদান, বিশ্বাস অনেকের।

'হেয়ার Frizz ' রয়েছে? কারিপাতায় থাকা প্রাকৃতিক তেল এই Frizz কমাতে পারে।

চুল পেকে যাওয়ার সমস্যা এখন কম-বেশি সকলেরই রয়েছে। পিগমেন্ট-সমৃদ্ধ কারিপাতা পাকা চুলের সমস্যাতেও কার্যকরী।

এই উপাদানের মধ্যে আসলে বিপুল পরিমাণ ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে।

চুলের নানা সমস্যা কমাতে তাই এটির উপর ভরসা করেন বহু মানুষই।

তবে সকলের ক্ষেত্রে এটি একই রকম কার্যকরী নাও হতে পারে। সেক্ষেত্রে বিশেষজ্ঞের কাছে যাওয়াই ভাল।