Image Source: PIXABAY

স্থান-কাল নির্বিশেষে যখন-তখন চুলের গোড়া চুলকোয়? কিছুতেই সামলানো যাচ্ছে না?

হতে পারে 'স্ক্যাল্প অ্যাকনে'-র সমস্যা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই সমস্যায় গুরুত্ব দিই না।

ডার্মাটোলজিস্টদের মতে, এসব ক্ষেত্রে প্রথমেই সাধারণ শ্যাম্পুর পরিবর্তে মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করা দরকার।

এমন কোনও প্রোডাক্ট কি ব্যবহার করেন যেখান থেকে 'স্ক্যাল্প অ্যাকনে' হয়ে থাকতে পারে? খুঁজে দেখা দরকার সেটিও।

প্রয়োজন মনে করলে চিকিৎসকরা ওরাল বা ট্রপিকাল অ্যান্টিবায়োটিকও দিতে পারেন।

এই সমস্যার ক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ, প্রচণ্ড ঘাম ঝরানো কাজ করলে তার পর অবশ্যই শ্যাম্পু করতে হবে।

ভারী কন্ডিশনার বা স্টাইলিং জেল, এগুলি থেকে 'স্ক্যাল্প অ্যাকনে' বাড়তে পারে। সুতরাং সাবধান।

নিয়মিত শ্যাম্পু করা জরুরি, কিন্তু চুলে যেন হালকা করে হাত চলে।

তেল-সমৃদ্ধ চুলের 'প্রোডাক্ট' ব্যবহার বন্ধ করতেও পরামর্শ দেন ডাক্তাররা।

সর্বোপরি, এসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলাই সমস্যা মোকাবিলার একমাত্র পথ।