Image Source: pixabay

আমিষ থেকে নিরামিষ, নানা রান্নায় কাজে লাগে পেঁয়াজ।

Image Source: pixabay

রান্না ছাড়াও, বিভিন্ন স্যালাডেও পেঁয়াজ ব্যবহার হয়। এর একাধিক খাদ্যগুণ রয়েছে।

Image Source: pixabay

পেঁয়াজে ফ্ল্য়াভোনয়েড রয়েছে যা শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায়।

Image Source: pixabay

পেঁয়াজে থাকা থিয়োসালফিনেট যৌগ রক্তের কোষের জন্য উপকারী।

Image Source: pixabay

ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে পেঁয়াজে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

Image Source: pixabay

শ্বাসকষ্টে ভোগা রোগীদের সাময়িক সুরাহার জন্য ব্যবহার হয় পেঁয়াজ।

Image Source: pixabay

মুখ গহ্বরের স্বাস্থ্যের জন্য ভাল পেঁয়াজ বা পেঁয়াজের রস।

Image Source: pixabay

ত্বকে বলিরেখা, ভাঁজ দূরে রাখতে গেলে পেঁয়াজ উপকার করে।

Image Source: pixabay

প্রবল গরমে, লু থেকে বাঁচতে কাজে লাগে কাঁচা পেয়াজ বা পেঁয়াজের রস।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞের কথা মেনে চলুন।