ডিজিটাল যুগ

দিনের অর্ধেকের বেশি সময় স্মার্টফোন, ল্যাপটপ ও ডেস্কটপের সামনেই কেটে যাচ্ছে। ফলে, ক্ষতি হচ্ছে চোখের।

সামঞ্জস্যপূর্ণ খাবার

এই পরিস্থিতিতে সামঞ্জস্যপূর্ণ খাবার খেলে চোখের বিভিন্ন সমস্যা কেটে যেতে পারে।

ডিম খাবারের তালিকায় রাখুন ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ এই খাবার।

ডিমের গুণাগুণ দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে।

গাজর যেভাবেই খান চোখের পক্ষে খুবই উপকারী গাজর।

গাজরের উপকারিতা

এতে রয়েছে ভিটামিন এ ও বেটা ক্যারোটিন। চোখে সংক্রমণ ও অন্যান্য সমস্যা ঠেকায়।

আমোন্ড ও অন্যান্য বাদাম রয়েছে ভিটামিন ই ও ওমেগা ফ্যাটি অ্যাসিড। চোখের স্বাস্থ্যের পক্ষে কার্যকর।

মাছ

পাতে রাখতে পারেন মাছ। ওমেগা - ৩ ফ্যাটি অ্যাসিড থাকায় চোখের পক্ষে উপকারী।

সাইট্রাস ফল

এইসব ফলে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা চোখের পক্ষে উপকারী।

পালং শাক

শুধু পেশি-ই নয়, চোখের পক্ষেও উপকারী এই শাক।