Image Source: Pexels

ত্বকের পরিচর্যা করার জন্য ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করাই ভাল।

Image Source: Pexels

এর ফলে আপনার ত্বকের জেল্লাভাব ফিরে আসে খুব সহজেই। কাঁচা দুধ ক্লেনজার, স্ক্রাবার, ফেস মাস্ক সব হিসেবেই ব্যবহার করা যায়।

Image Source: Pexels

ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করার জন্য আপনি ব্যবহার করতে পারেন কাঁচা দুধ দিয়ে বাড়িতেই বানানো বিভিন্ন উপকরণ।

Image Source: Pexels

বাইরে যাঁরা রোজ বেরোন তাঁরা মুখ পরিষ্কারের জন্য ক্লেনজার হিসেবে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন।

Image Source: Pexels

কাঁচা দুধ দিয়ে তৈরি ফেস স্ক্রাবও দারুণ ভাবে ত্বকের যত্নে কাজে লাগে। ত্বকের ধরন দেখে ব্যবহার করতে হবে কাঁচা দুধ।

Image Source: Pexels

দুধের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য মধু এবং পাতিলেবুর রস। এই মিশ্রণ মুখের কালচে দাগছোপ দূর করে।

Image Source: Pexels

দুধের সর দিয়েও মুখের ভালভাবে স্ক্রাব করা সম্ভব। আলতো হাতে সর মুখে লাগিয়ে নিতে হবে স্নানের আগে।

Image Source: Pexels

দুধের সঙ্গে মূলতানি মাটি কিংবা চিনি ও ময়দা মিশিয়েও ফেস স্ক্রাব তৈরি করা যায়। স্নানের আগে মেখে স্নানের সময় ধুয়ে নিন।

কাঁচা দুধ সরাসরি মুখে লাগানোর পরিবর্তে তুলো দুধে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে মুখ মুছে নিতে হবে।

Image Source: Pexels

আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, ত্বক কোমল এবং মোলায়েম রাখার জন্য কাঁচা দুধ ক্লেনজার হিসেবে বজায় করতে পারেন।