ভবানীর ইতিহাস

ভারতের প্রথম ফেন্সার হিসাবে অলিম্পিক্সে ভবানী দেবী।

অলিম্পিক্সে নজির

প্রথমবার অলিম্পিক্সে নেমেই ফেন্সিংয়ে প্রথম ম্যাচ জিতলেন ভবানী।

ভাল শুরু

টোকিওয় সোমবার সকালে শুরুটাও দুর্দান্তভাবে করেছিলেন ভারতীয় তারকা।

শুরুতেই তিউনিশিয়ার প্রতিপক্ষ

ফেন্সিংয়ের মহিলাদের সাবার রাউন্ড অফ সিক্সটি ফোরে নাদিয়া আজিজির বিরুদ্ধে লড়াই করেন ভবানী।

প্রথম রাউন্ডে সহজ জয়

নাদিয়া আজিজিকে ১৫-৩ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন ভবানী দেবী।

ফেন্সিংয়ে নাটকীয় উত্থান

ভবানীর ফেন্সিংয়ে আসাটা বেশ নাটকীয়।

স্কুলে ফেন্সিং শুরু

স্কুলে পড়ার সময় আর কোনও খেলায় ভর্তির জায়গা ছিল না বলে ফেন্সিংয়ে নাম লেখান চেন্নাইয়ের মেয়ে।

শিক্ষকদের সতর্কবার্তা

চেন্নাইয়ের মুরুগা ধনুশকোডি গার্লস স্কুলের শিক্ষিকারা তাঁকে জানিয়েছিলেন, ফেন্সিং খুব ব্যয়বহুল খেলা।

অভাবের সঙ্গে লড়াই

ভবানী ফেন্সিং খেলার জন্য স্কুলে বাবার উপার্জন বাড়িয়ে বলেছিলেন। যাতে তাঁকে বাদ না পড়তে হয়।

গয়না বন্ধক রেখে ফেন্সিং

ভবানীর ফেন্সিং-স্বপ্নে যাতে ছেদ না পড়ে, তার জন্য গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন তাঁর বাবা-মা।