এ কোন রূপে ক্যামেরায় ধরা দিলেন অভিষেক বচ্চন? শুধু অভিষেক নন, উনিশ-বিশ একই রকম জার্সিতে দেখা গেল আরও এক ঝাঁক বলি-তারকাকে। কিন্তু কেন? রবিবার সকালে হঠাৎ কী করছেন তাঁরা? এএসএফসি ম্যাচের জন্য মরিয়া প্রস্তুতি চলছে জুহু-র ফুটবল মাঠে। রবিবার তারই প্রস্তুতিতে নামলেন ইব্রাহিম আলি খান। কাজের দিক থেকে এই মুহূর্তে তারকাদের প্রত্যেকেই ব্যস্ত। তবে সইফ-পুত্র এখনও পর্যন্ত পর্দায় আসেননি। গত মে মাসে দুবাইয়ে একটি ম্যাচ খেলতে যায় এএসএফসি ফুটবল টিম। তাতে ক্যাপ্টেন ছিলেন অভিষেক। সিনেমার সেট নয়, রবিবারও একেবারে বাস্তবেই মাঠে নেমে পড়েছিলেন অভিষেক বচ্চন। খেলার মাঠে ইব্রাহিমকে দেখে আবার তাঁর ক্রিকেট-কিংবদন্তী ঠাকুরদার কথা মনে পড়ে যায় অনেকের। সপ্তাহান্তের মেজাজে বেজায় ঘাম ঝরল টাইগার শ্রফেরও। হালকা মেজাজ নয়, ফুটবলের চেনা আগ্রাসনেই দেখা গেল তারকাদের।