Image Source: IIM Lucknow Website, Pixabay

কমন অ্যাডমিশন টেস্ট বা CAT, 2023-এর বিজ্ঞপ্তি প্রকাশ করল IIM লখনউ।

পরীক্ষার্থীরা iimcat.ac.in, এই সাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারবেন।

আগামী ২ অগাস্ট সকাল ১০টা থেকে পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে ৫ সেপ্টেম্বর।

আগামী ২৫ অক্টোবর অ্যাডমিট কার্ড দেওয়ার কথা। পরীক্ষা নির্ধারিত হয়েছে ২৬ নভেম্বর।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই পরীক্ষার ফলাফল বেরোনোর কথা।

কম্পিউটার-নির্ভর এই পরীক্ষার তিনটি ভাগ রয়েছে।

পরীক্ষার সময়সীমা দু'ঘণ্টা। ১৫৫ টি শহরের একাধিক কেন্দ্রে এই পরীক্ষা নেওয়ার কথা।

কোন শহরের কোন কেন্দ্রে পরীক্ষার সিট পড়েছে তা অ্যাডমিট কার্ডে জানানো থাকবে।

৫০% নম্বর বা সমতুল সিজিপিএ নিয়ে যাঁরা স্নাতক হয়েছেন, তাঁরাই পরীক্ষায় বসতে পারবেন। সংরক্ষিতদের পরীক্ষায় বসতে ন্যূনতম ৪৫% নম্বর পেতে হবে।