West Bengal Public Service Commission বা সংক্ষেপে WBPSC রাজ্য সরকারের একাধিক চাকরির জন্য পরীক্ষা নেয়।
ABP Ananda
Image Source: WBPSC Website

West Bengal Public Service Commission বা সংক্ষেপে WBPSC রাজ্য সরকারের একাধিক চাকরির জন্য পরীক্ষা নেয়।

বছরের নানা সময়ে নানা পোস্টের জন্য পরীক্ষা নিয়ে থাকে WBPSC।
ABP Ananda

বছরের নানা সময়ে নানা পোস্টের জন্য পরীক্ষা নিয়ে থাকে WBPSC।

এই পোস্টগুলির জন্য পরীক্ষা দিতে হলে অনলাইনে আবেদন করতে হয়।
ABP Ananda

এই পোস্টগুলির জন্য পরীক্ষা দিতে হলে অনলাইনে আবেদন করতে হয়।

www.wbpsc.gov.in, এই সাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করা দরকার।

www.wbpsc.gov.in, এই সাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করা দরকার।

নির্দিষ্ট সময়ের মধ্যে সাইটে গেলে সংশ্লিষ্ট চাকরির Active Application Form Link পাওয়া যাবে।

www.wbpsc.gov.in, সাইটে ঢুকে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।

তার পর প্রয়োজনীয় সমস্ত তথ্য ঠিকঠাক দিয়ে রেজিস্টার বোতামে ক্লিক করতে হবে।

এর পর আপনারই এন্টার করা রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে।

এই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে।

তার পরই পছন্দমতো পোস্টের জন্য আবেদন জানানো সম্ভব হবে।