Image Source: (সব ছবি প্রতীকী) PIXABAY

আজ শুরু নিট ইউজি, ২০২৩ সালের MCC-র রেজিস্ট্রেশন।

যোগ্য প্রার্থীরা মেডিক্যাল কাউন্সেলিং কমিটির অফিশিয়াল সাইট, mcc.nic.in থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।

কমিটি যে সূচি দিয়েছে, তাতে প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য ২৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

২২ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে প্রার্থীরা নিজেদের পছন্দ জানিয়ে চূড়ান্ত করতে পারবেন।

সিট অ্যালটমেন্টের প্রক্রিয়া চলবে ২৭ ও ২৮ জুলাই।

সিট অ্যালটমেন্টের ফলাফল জানানো হবে ২৯ জুলাই।

৩০ জুলাইয়ের মধ্যে MCC-র পোর্টালে প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

যে ইনস্টিটিউটে অ্যালটমেন্ট হয়েছে, সেখানে রিপোর্টিং বা জয়েনিংয়ের জন্য ৩১ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত সময়সীমা থাকছে।

অনলাইন রেজিস্ট্রেশনের জন্য mcc.nic.in-সাইটে গিয়ে NEET UG 2023 Counselling link-এ ক্লিক করতে হবে।

রেজিস্ট্রেশন শেষ করে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তার পর অ্যাপ্লিকেশন ফর্ম ভরে, ফি জমা দিয়ে সাবমিট করে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।