Image Source: PIXABAY, IGNOU Website

জুলাই, ২০২৩-এ নতুন ভর্তির আবেদন ও পুনরায় রেজিস্ট্রেশনের জন্য মেয়াদ বাড়াল ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।

নতুন তথ্য় অনুযায়ী, এই মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে।

ওপেন এবং ডিস্ট্যান্স লার্নিং প্রোগ্রামের জন্য ignouadmission.samarth.edu.in-এ রেজিস্টার করতে হবে পড়ুয়াদের।

অনলাইন প্রোগ্রামের জন্য ignouiop.samarth.edu.in-এও রেজিস্টার করা যাবে।

আবেদনের জন্য প্রথমে ignouadmission.samarth.edu.in সাইটিটিতে যেতে হবে।

ignouiop.samarth.edu.in সাইটটিতে গিয়েও আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।

রেজিস্টার করে অ্যাপ্লিকেশন প্রসেস শেষ করতে হবে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ছাড়াও প্রয়োজনীয় নথি আপলোড করা দরকার। সঙ্গে ফি জমা দিতে হবে।

আবেদনপত্র শেষ করে জমা দিয়ে কনফার্মেশন পেজের স্ক্রিনশট নিতে হবে।

পুনরায় রেজিস্ট্রেশন করতে হলে ignou.samarth.edu.in সাইটটিতে আসতে হবে। বাকি পদ্ধতি বেশিরভাগই এক।