গত বছর দুয়েক ধরে কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে হৃদরোগে একাধিক তারকাকে আমরা হারিয়েছি। তালিকাটি বেশ দীর্ঘ। কে কে, ভারতীয় সঙ্গীতজগতের মহাতারকা সম্প্রতি মারা গিয়েছেন। অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। কে কে-র মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে ওঠেনি সঙ্গীতজগত ও অনুরাগীরা। আগেও তারকাদের এমন মৃত্যুর সাক্ষী থেকেছে দেশ। কন্নড় তারকা পুনীত রাজকুমার, সারা দেশে সিনেমাপ্রেমীদের কাছেই পরিচিত মুখ। গত বছরের অক্টোবরে হার্ট অ্যাটাকে মারা যান তিনি। টেলিজগতের তারকা সিদ্ধার্থ শুক্লা, গত বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল ৪০। ভারতীয় চলচিত্র ও অভিনয় জগতের বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ২০২১ এর জুলাইতে। মন্দিরা বেদির স্বামী, ডিরেক্টর রাজ কৌশলও মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। বলিউডের কিংবদন্তী কোরিওগ্রাফার সরোজ খানকেও আমরা হারিয়েছি হৃদরোগেই। ২০২০ সালে মারা যান তিনি। বাংলা চলচিত্র, টেলি-জগত, যাত্রা- সবজায়গার দাপুটে অভিনেতা এবং তারকা অভিষেক চট্টোপাধ্যায়ও মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই। ক্রীড়া জগতের কিংবদন্তী শেন ওয়ার্নও আচমকাই মারা গিয়েছেন হৃদরোগে। ২০২২ সালেরই মার্চে।