Image Source: instagram

গত বছর দুয়েক ধরে কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে হৃদরোগে একাধিক তারকাকে আমরা হারিয়েছি। তালিকাটি বেশ দীর্ঘ।

Image Source: instagram

কে কে, ভারতীয় সঙ্গীতজগতের মহাতারকা সম্প্রতি মারা গিয়েছেন। অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

Image Source: instagram

কে কে-র মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে ওঠেনি সঙ্গীতজগত ও অনুরাগীরা। আগেও তারকাদের এমন মৃত্যুর সাক্ষী থেকেছে দেশ।

Image Source: instagram

কন্নড় তারকা পুনীত রাজকুমার, সারা দেশে সিনেমাপ্রেমীদের কাছেই পরিচিত মুখ। গত বছরের অক্টোবরে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

Image Source: instagram

টেলিজগতের তারকা সিদ্ধার্থ শুক্লা, গত বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল ৪০।

Image Source: instagram

ভারতীয় চলচিত্র ও অভিনয় জগতের বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ২০২১ এর জুলাইতে।

Image Source: instagram

মন্দিরা বেদির স্বামী, ডিরেক্টর রাজ কৌশলও মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

Image Source: instagram

বলিউডের কিংবদন্তী কোরিওগ্রাফার সরোজ খানকেও আমরা হারিয়েছি হৃদরোগেই। ২০২০ সালে মারা যান তিনি।

Image Source: instagram

বাংলা চলচিত্র, টেলি-জগত, যাত্রা- সবজায়গার দাপুটে অভিনেতা এবং তারকা অভিষেক চট্টোপাধ্যায়ও মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই।

Image Source: instagram

ক্রীড়া জগতের কিংবদন্তী শেন ওয়ার্নও আচমকাই মারা গিয়েছেন হৃদরোগে। ২০২২ সালেরই মার্চে।