Image Source: Pexels

সকালের চটজলদি ব্রেকফাস্টে কর্নফ্লেক্স, ওটস তো অনেক হল। এবার খেয়ে দেখুন নতুন কিছু খাবার।

Image Source: Pexels

কম সময়ে তৈরি করে নিতে পারেন স্মুদি। ওটস, কলা আর মধু মিশিয়ে দারুণ স্মুদি তৈরি করা যায়।

Image Source: Pexels

সাধারণ ডিমের পোচ, অমলেট বাদ দিয়ে খেতে করতে পারেন স্ক্র্যাম্বলড এগ। এর সঙ্গে ব্রাউন ব্রেড থাকুক পাতে।

Image Source: Pexels

অনেকেই সকালে হাল্কা খেতে পছন্দ করেন। তাই টোস্ট খেতে পারেন। এছাড়াও খেতে পারেন প্যানকেক। মধু মাখিয়ে নিলে খেতে খুবই ভাল লাগে।

Image Source: Pexels

ফল খেতে যাঁরা ভালবাসেন তাঁরা ওটস বা মুসেলি কিংবা কর্নফ্লেক্সের সঙ্গে বিভিন্ন ধরনের ফল এবং ড্রাই ফ্রুটস মিশিয়ে খেতে পারেন।

Image Source: Pexels

টোস্টের সঙ্গে সকালে ব্রেকফাস্টে খেতে পারেন ডিমসেদ্ধ। সহজেই এই খাবার তৈরি করা যাবে।

Image Source: Pexels

ব্রেকফাস্টের জন্য ব্রাউন ব্রেড দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন স্যান্ডউইচ। দিতে পারেন কর্ন।

Image Source: Pexels

অ্যাভোকাডো পেস্ট দিয়ে টোস্ট এবং তার সঙ্গে ডিমের পোচ খেতেও দারুণ লাগে। সহজে তৈরিও করা যায়।

Image Source: Pexels

হাতে একদম সময় না থাকলে বানিয়ে নিন ফ্রুট স্যালাড। তবে খালি পেটে ফল না খেয়ে অন্তত একটা বিস্কুট বা টোস্ট খেয়ে নিন।

Image Source: Pexels

ডালিয়া বা ওটসের খিচুড়িও খেতে পারেন। এছাড়াও ফল মিশিয়েও খেতে পারেন ওটস।