Image Source: pixabay

সোনার গয়না কার না পছন্দ? কিন্তু দীর্ঘ ব্য়বহারে রং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

Image Source: pixabay

কিছুদিন অন্তর পালিশ করাতে নিয়ে যেতে হয়। তাতে খরচ আছে, সময়ও লাগে।

Image Source: pixabay

জানেন? ঘরেই সহজে সাফ করতে পারবেন আপনায় গয়না? কীভাবে?

Image Source: pixabay

বাটিতে অল্প গরম জল নিন (ফুটন্ত নয়), সেখানে অত্যন্ত ভাল মানের কয়েক ফোঁটা তরল সাবান দিন।

Image Source: pixabay

এবার ওই বাটিতে গয়না রেখে দিন, মিনিট পনেরোর জন্য়।

Image Source: pixabay

গয়নায় কোনও ময়লা থাকলে নরম টুথব্রাশ বা আঁকার ব্রাশ দিয়ে আলতো করে তুলে ফেলুন।

Image Source: pixabay

এবার গয়নাটা কলের জলের ধারায় সামান্য কিছুক্ষণ রাখুন, তারপর কিচেন টিস্যু দিয়ে শুকিয়ে নিন।

Image Source: pixabay

খেয়াল রাখবেন: গরম জলে দেওয়ার আগে ঠান্ডা জলে একবার ধুয়ে নেবেন। ক্লিনসার ব্য়বহার করতে পারেন।

Image Source: pixabay

গয়নার মোছার আলাদা কাপড় পাওয়া যায়, সেটা কিনুন। শুধুমাত্র সেটাই ব্যবহার করুন।

Image Source: pixabay

কোনওরকম ব্লিচ, কড়া ডিটারজেন্ট, কার্বোনেটেড পানীয় গয়না ধোওয়ার জন্য় ব্য়বহার করবেন না।