Image Source: Pexels

চুল পড়ার সমস্যায় আজকাল নাজেহাল হন মহিলা, পুরুষ উভয়েই।

Image Source: Pexels

বিশেষ করে বর্ষার মরশুমে অতিরিক্ত মাত্রায় চুল পড়ার সমস্যা দেখা দেয় অনেকের।

Image Source: Pexels

এই সমস্যা রুখতে ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নেওয়াই ভাল।

Image Source: Pexels

কারণ যত বেশি কেমিক্যাল-জাত জিনিস আপনি চুলে ব্যবহার করবেন ততই চুলের বারোটা বেজে যাবে।

Image Source: Pexels

মাথায় হাত দিয়ে কান্নাকাটি করার আগে দেখে নিন চুল পড়া রুখতে কী কী করবেন।

Image Source: Pexels

চুল পড়ার সমস্যা থাকলে চুলে রঙ না করাই ভাল। এতে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে।

Image Source: Pexels

ড্রায়ার, ব্লোয়ার না চালিয়ে স্বাভাবিক ভাবে চুল শুকিয়ে নিন। ভেজা চুল আঁচড়াবেন না। স্নানের পর চুল শুকনোর জন্য সময় দিন।

Image Source: Pexels

চুল কার্ল বা স্ট্রেট করলেও অনেকসময় অতিরিক্ত মাথায় চুল ঝরতে শুরু করে। তাই এসব থেকে দূরে থাকুন।

Image Source: Pexels

বদল আনুন খাদ্যাভ্যাসেও। অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার বা ভাজাভুজি এড়িয়ে চলুন।

Image Source: Pexels

চুল পরিষ্কার রাখুন। স্নানের পর শুকিয়ে গেলে ভাল করে আঁচড়ে নিন। কখনই খুব জোরে ঘষে চুলের জল মুছবেন না।