ওপারে তো বটেই, সীমান্তের এপারেও অগুনতি ভক্ত তাঁর। অভিনয়ের পাশাপাশি ফওয়াদ খানের 'লুক'-এও মুগ্ধ অনেকে। কেউ কেউ আবার তাঁর ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ। আজ ৪১ বছর পূর্ণ করলেন পাকিস্তানের এই অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই বাড়িতে একটা ছোট্ট পার্টি করলেন ফওয়াদ। পার্টিতে ছিলেন পাকিস্তান বিনোদন দুনিয়ায় ফওয়াদের সতীর্থরা। আসেন সনম সইদ-ও। 'জিন্দেগি গুলজার হ্যায়' ধারাবাহিকে ফওয়াদের সঙ্গে সনমের জুটিকে ভালোবেসেছিলেন দর্শকরা। শুধু ওপারে নয়, এপারেও বহু বলি-তারকার জমাটি সখ্য তৈরি হয়েছিল পাক তারকার। আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর যে দুরন্ত সম্পর্ক রয়েছে সেটা ইনস্টাগ্রাম থেকেই স্পষ্ট বোঝা যায়। 'খুবসুরাত', 'কাপুর অ্যান্ড সন্স' এবং 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-তিনটি ছবিতেই ফওয়াদের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। তার পর দুদেশের সম্পর্কের অভিঘাত ধাক্কা দেয় বিনোদন দুনিয়ায়। কবে এপারে দেখা যাবে তাঁকে? অপেক্ষায় ভক্তরা।