প্রতিযোগিতার যুগে উদ্বেগ বর্তমানে সময়ে সবেতেই প্রতিযোগিতায় মানুষের মধ্যে চিন্তা-উদ্বেগ বাড়ছে।

কীভাবে পরিস্থিতির মোকাবিলা

চিন্তা বা চাপ কমোনার একাধিক উপায় রয়েছে। বিভিন্ন ধরনের শরীরচর্চার সাহায্য নেওয়া যেতে পারে।

গভীর শ্বাস নিন ধ্যান ও গভীর শ্বাস নেওয়ার একাধিক উপকারিতা আছে। কাটানো যায় উদ্বেগ।

শরীরের নড়াচড়া শরীর নড়াচড়া করানো একধরনের ওয়ার্ম-আপ। এর জেরে শরীর ও মন থেকে চিন্তা লাঘব হয়।

হাঁটাচলা করুন

যদি উত্তেজিত বোধ করছেন বা চিন্তায় রয়েছেন, তাহলে একটু হেঁটে আসুন । যা শরীর থেকে এন্ডোরফিন বের করে দেবে।

গান শুনুন পছন্দের গান শুনুন। রক্তচাপ কমবে এবং স্ট্রেস হরমোনের লেভেলও নিয়ন্ত্রণে থাকবে।

আলোচনা করুন

কোনও বিষয়ে চিন্তিত থাকলে নিজের মধ্যে তা চেপে না রেখে অন্যের সঙ্গে শেয়ার করুন। চাপমুক্তি হবে।

বই পড়ুন পছন্দের বই পড়ুন। যে ধরনের লেখা পড়তে ভালবাসেন তাতে ঢুকে গেলে চিন্তা উধাও হয়ে যাবে।

খোলামেলা পরিবেশে ঘুরে আসুন সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ কাটান। টাটকা বাতাস নিন। অনেক চাপমুক্ত লাগবে।

স্বাস্থ্যকর খাবার খান

চিন্তিত থাকলে শরীরের ওপর এমনিতেই চাপ পড়ে। তাই এই সময়ে জাঙ্ক ফুড খেয়ে শরীরের আরও ক্ষতি করবেন না। স্বাস্থ্যকর খাবার খান।