ওয়ানপ্লাস ১০টি ফোনের ক্যামেরা ফিচার্স কেমন হতে চলেছে, জেনে নিন লঞ্চের আগে।

ওয়ানপ্লাস সংস্থা একটি কমিউনিটি পোস্টে তাদের আসন্ন ফোন ওয়ানপ্লাস ১০টি- র ক্যামেরা ফিচার প্রকাশ করেছে।

ওয়ানপ্লাস ১০টি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ৩ অগস্ট।

জানা গিয়েছে যে, ওয়ানপ্লাস ১০টি ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর।

সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেনসর থাকবে বলেও জানিয়েছে ওয়ানপ্লাস সংস্থা।

ওয়ানপ্লাস ১০টি ফোনে সংস্থার নতুন ইমেজ ক্ল্যারিটি ইঞ্জিন (ICE) থাকবে বলেও জানা গিয়েছে।

ওয়ানপ্লাস ১০টি ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকবে বলেও জানা গিয়েছে।

এই ফোনের রেয়ার ক্যামেরার প্রাইমারি সেনসরে অপটিকাল এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকবে।

এই ফোনে ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ ফিচার সম্পন্ন একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসরও থাকবে।

ওয়ানপ্লাস ১০টি ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে একটি ম্যাক্রো ক্যামেরা সেনসরও থাকবে।