শুভ অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে সোনা কেনার চল। নেহাত শখেও কেনেন অনেকে। বিনিয়োগের জন্য়ও সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনই ওঠানামা সোনার দামে। বুঝবেন কীভাবে আজ সোনা-রুপোর ঠিক দাম কত চলছে? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি আজ, ২৭ জুলাই, কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি গ্রাম ৫৯৬০ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭৫৭ টাকা। এদিন ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৪২৪ টাকা। এদিন ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭৪৪ টাকা এদিন প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭৫৩১৪ টাকা সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।