Image Source: Pexels

টকদইয়ে রয়েছে প্রচুর গুণ। সুস্বাস্থ্যের বজায় রাখার পাশাপাশি ত্বকের পরিচর্যাতেও কাজে লাগে টকদই।

Image Source: Pexels

ওজন কমাতে ভীষণ ভাবে সাহায্য করে টকদই। তাই ডায়েট করলে মেনুতে অবশ্যই টকদই রাখতে পারেন।

Image Source: Pixabay

হাড় এবং দাঁতের গঠন সুদৃঢ় করতে কাজে লাগে টকদই।

Image Source: Pixabay

আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কাজে লাগে টকদই।

Image Source: Pixabay

টকদই সহজপাচ্য খাবার। এর পাশাপাশি আপনার হজমশক্তি বৃদ্ধি করতেও কাজে লাগে এই টকদই।

Image Source: Pixabay

এবার দেখে নেওয়া যাক রূপচর্যায় কীভাবে কাজে লাগে টকদই।

Image Source: Pixabay

সান-ট্যান তুলতে সাহায্য করে টকদই। তাই ঘরোয়া পদ্ধতিতে ফেসপ্যাক তৈরি করলে টকদই মিশিয়ে নিতে পারেন।

Image Source: Pixabay

ত্বকে কোনও কালচে দাগছোপ থাকলে তাও দূর হয় টকদইয়ের সাহায্যে।

Image Source: Pexels

ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে টকদই। ডার্ক সার্কেলের দূর করতেও দাওয়াই এই টকদই।

Image Source: Pexels

চুলের পরিচর্যাতেও বিশেষ করে খুশকি দূর করতে সাহায্য করে টকদই। তাই ঘরে তৈরি করা হেয়ার প্যাকে মিশিয়ে নিতে পারেন টকদই।