Image Source: Pexels

একা একা নয়, শরীরচর্চা করুন অনেকে মিলে- একসঙ্গে, লাভ তাতেই।

Image Source: Pexels

বন্ধু কিংবা পরিচিত মানুষের সঙ্গে একসঙ্গে মিলে শরীরচর্চা করার অনেক উপকারিতা রয়েছে।

Image Source: Pexels

জিমে যাওয়ার সময় সঙ্গে বন্ধুবান্ধব থাকলে সেখানে যাওয়ার অনীহা দেখা দেবে না।

Image Source: Pexels

সকালে হাঁটা বা দৌড়ানোর অভ্যাস রয়েছে অনেকেরই। এক্ষেত্রে সঙ্গে কেউ একজন থাকা সবসময় ভাল।

Image Source: Pexels

যদি কোনও কারণে আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে দ্বিতীয় জন প্রাথমিক সাহায্যটুকু অন্তত করতে পারবেন।

Image Source: Pexels

যাঁরা শরীরচর্চার মধ্যে সাইক্লিং যুক্ত করেছেন, তাঁরা অবশ্যই একটা গ্রুপে সাইক্লিং করুন।

Image Source: Pexels

বন্ধুরা একসঙ্গে সকালবেলায় হাঁটতে যাওয়া হোক বা জগিং কিংবা সাইক্লিং সবটাই বেশ মজার।

Image Source: Pexels

জিম হোক বা অন্যত্র, শরীরচর্চার সময় সঙ্গে কেউ থাকলে ভালই হবে। কারণ তিনি আপনার ভুলত্রুটি শুধরে দিতে পারবেন।

Image Source: Pexels

শুধুই যে খুঁত ধরার লোক থাকবে তা নয়। বরং আপনি ঠিকমতো শরীরচর্চা করলে তাঁরা প্রশংসা করবে, বাহবা দেবে।

Image Source: Pexels

যদি বন্ধুরা দল করে রোজ একসঙ্গে শরীরচর্চা করেন, তাহলে আপনি চাইলেও অলসতা করে ওয়ার্ক আউট সেশন এড়াতে পারবেন না।