Image Source: Pexels, Pixabay

বেদানা বা ডালিম। অনেকেরই পছন্দের ফলের তালিকায় রয়েছে। বছরের একটা বড় সময় ধরে পাতে থাকে এটি।

Image Source: Pexels, Pixabay

বেদানা বা ডালিম সুস্বাদু। কিন্তু শুধু স্বাদই নয়। ডালিমে একাধিক পুষ্টিগুণও রয়েছে।

Image Source: Pexels, Pixabay

অ্যান্টিঅক্সিড্যান্ট, ফ্ল্যাভেনয়েড রয়েছে ডালিমে। সুপারফুডের চেয়ে কোনও অংশে কম নয়।

Image Source: Pexels, Pixabay

একাধিক রোগ ঠেকিয়ে রাখতে সাহায্য করে ডালিমের পুষ্টিগুণ। একাধিক পুষ্টিগুণ থাকায় বিভিন্ন রোগ ঠেকিয়ে রাখতে সাহায্য করে ডালিম, বেদানা।

Image Source: Pexels, Pixabay

ডায়াবেটিকদের জন্য ভাল এই ফলটি। অ্যান্টিঅক্সিড্যান্টে পূর্ণ এই ফল। ভিটামিন এ এবং ভিটামিন সিতে ভরপুর এই ফল।

Image Source: Pexels, Pixabay

গ্রিন টি থেকে অনেক বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে বেদানায়। LDL কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য় করে।

Image Source: Pexels, Pixabay

ডালিমে প্রচুর পরিমাণে পলিফেলন থাকে। যা প্রদাহ কমাতে সাহায্য করে। রক্তপ্রবাহের মাত্রা ঠিক রাখতেও সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।