Image Source: PIXABAY

বার্ধক্যের বহু সমস্য়ার অন্যতম, মুখের উপরিভাগের কুঁচকে যাওয়া ত্বক।

ইংরেজিতে এই বলিরেখার নাম Wrinkles। কিন্তু কিছুটা হলেও এই বলিরেখা মোকাবিলার উপায় যদি থাকে?

বার্ধক্য়ের উপসর্গ নিয়ন্ত্রণে কলার ভূমিকা অজানা নয়। আই-মাস্কে ব্যবহার করলে Free Radical-এর ক্ষতি আটকাতে পারে এটি।

যে কোনও ফেস মাস্কে হলুদ থাকলে সেটিও অত্যন্ত উপযোগী হতে পারে। কারণ হলুদ ব্যাকটিরিয়া নাশ করে।

ইয়োগার্টে থাকা ল্যাকটিক অ্যাসিড 'ডেড স্কিন সেল' সরিয়ে ত্বকের স্বাস্থ্য ভাল করে।

জোজোবা অয়েলের কথাও ভুললে চলবে না। এর মধ্যে থাকা ভিটামিন ই বলিরেখার সমস্যা রুখতে অত্যন্ত কার্যকরী।

এবার আসা যাক অ্যালোভেরার কথায়। অ্যান্টি-এজিং উপাদান হিসেবে অ্যালোভেরার ব্যবহার দীর্ঘদিন ধরে চলে আসছে।

সাধারণত, যে কোনও ক্ষতির হাত থেকে কোষকে বাঁচাতে সাহায্য করে অ্যালো ভেরা।

তাৎপর্যপূর্ণভাবে, এই সবকটি উপাদানই কম-বেশি আমাদের হাতের কাছে থাকে বা সহজে পাওয়া যায়।

তবে সব উপাদান সকলের ক্ষেত্রে উপকারী নাও হতে পারে। সেক্ষেত্রে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াই শ্রেয়।