বিয়ের সাজে কনে মাত্রেই সুন্দর। আর বি-টাউনের নায়িকারা হলে তো কথাই নেই। প্যাস্টেল নয়, বিয়ের দিনের সাজে সাবেকি লাল রংয়ের পোশাকই বেছে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। হিন্দু ও ক্রিশ্চান, দুই মতেই বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দুই লুকেই নজরকাড়া ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড। পিঙ্ক প্যাস্টেল শেডের লেহেঙ্গা ও সবুজ রঙের গয়নায় দুরন্ত লেগেছিল কিয়ারা আদবানিকে। সব্যসাচীর ডিজাইন করা লাল লেহঙ্গায় বিয়ের দিন অনন্যসুন্দর লেগেছিল ক্যাটরিনা কাইফকেও। আলিয়া ভাটের বিয়ের শাড়িও ডিজাইন করেছিলেন সব্যসাচী। ফল? ভক্তরাই বলে দিয়েছেন। প্যাস্টেল শেডের প্রতি প্রেম যে এখন ট্রেন্ড, সেটি স্পষ্ট আতিয়া শেট্টির বিয়ের লেহঙ্গার রং থেকেও। বস্তুত, বিয়ের পোশাকে প্যাস্টেল শেডের প্রতি টান তৈরি করেছিলেন অনুষ্কা শর্মা। মৌনী রায় অবশ্য সব্যসাচীর ডিজাইন করা লাল লেহঙ্গাতেই ভরসা রেখেছিলেন। সব মিলিয়ে বিয়ের দিন মানেই 'পারফেক্ট লুক', বার বার প্রমাণ করে দিয়েছেন বলি-তারকারা।