চুলের একাধিক সমস্যা দূর করতে কাজ লাগে নিমপাতা।

চুলের কোন কোন সমস্যা নিমপাতা দূর করে সেগুলো দেখে নিন একনজরে।

খুশকির সমস্যায় সারাবছরই অনেকে নাজেহাল হল। এই সমস্যা দূর করতে সাহায্য করে নিমপাতা।

অনেকসময় আমাদের স্ক্যাল্প বা মাথার তালুতে চুলকানির সমস্যা বা ইরিটেশন দেখা দেয়।

এই জাতীয় Itchy Scalp- এর সমস্যা দূর করতেও কাজে লাগে নিমপাতা।

চুলের গ্রোথ বা বৃদ্ধির ক্ষেত্রেও সাহায্য করে নিমপাতার মধ্যে থাকা ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট।

অনেকেরই অকালে চুল পেকে যাওয়ার অর্থাৎ সাদা হওয়ার সমস্যা দেখা যায়।

এই অকালপক্কতা রোধ করতেও কাজে লাগে নিমপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট।

চুল নরম রাখতে এবং চুলের জেল্লা ফেরাতে কাজে লাগে নিমপাতা।


চুলের ডগা ফাটার সমস্যা দূর করতেও কাজে লাগে নিমপাতা।