ভারতের বায়ু সেনায় সদ্য যুক্ত হয়েছে দেশীয় পদ্ধতিতে নির্মিত লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'।

রাজস্থানের যোধপুরে বায়ুসেনার বেসে এই হেলিকপ্টার যুক্ত করা হয়েছে ভারতের বায়ুসেনাবাহিনীতে।

৩ অক্টোবর ভারতের বায়ুসেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই বিশেষ যুদ্ধবিমান।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।

লাইট কমব্যাট হেলিকপ্টারে সফরও করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

জানা গিয়েছে, এই লাইট কমব্যাট হেলিকপ্টার নির্মাণ করেছে Hindustan Aeronautics Ltd।

নির্মাতারা জানিয়েছে, এই হেলিকপ্টার ৫০০০ মিটার উচ্চতা থেকে টেক-অফ এবং অবতরণ করতে পারে।

টুইন ইঞ্জিন সম্পন্ন ৫.৮ টন ক্লাসের এই লাইট কমব্যাট হেলিকপ্টারে টেক-অফ বা ল্যান্ডের সময় নির্দিষ্ট ওজনের অস্ত্রও থাকতে পারে।

এই লাইট কমব্যাট হেলিকপ্টারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬৮ কিলোমিটার এবং রেঞ্জ ৫৫০ কিলোমিটার।

দুটো French-origin Shakti ইঞ্জিন যা তৈরি করেছে HAL, রয়েছে এই লাইট কমব্যাট হেলিকপ্টার বা LCH- এর মধ্যে।