Image Source: PIXABAY

আজ জাতীয় কন্যা দিবস। সাধারণত, সেপ্টেম্বরের চতুর্থ রবিবার এই দিনটি উদযাপন করা হয় ভারতে।

কন্যাসন্তানকে নিয়ে উদযাপনে মেতে ওঠার দিন আজ।

হাতে তৈরি করা কার্ড, পছন্দের খাবার বা অন্য যে কোনও উপহার দেওয়া হতে পারে তাকে।

যে আন্তর্জাতিক কন্যা দিবস থেকে এই জাতীয় কন্যা দিবস উদযাপনের ভাবনা, তার নেপথ্যের কাহিনিটি সুখকর নয়।

কন্যাসন্তানকে ঘিরে নানা ধরনের সংস্কার, তাকে বোঝা হিসেবে ভাবা--এগুলি দূর করতেই এই দিন উদযাপন শুরু।

এই দিনটির সেই অর্থে কোনও নির্দিষ্ট উৎস নেই।

এক একটি দেশে এক এক দিন জাতীয় কন্যা দিবস পালিত হয়।

তবে সার্বিক ভাবে লক্ষ্য একটাই। কন্যাসন্তানকে ঘিরে যে ধরনের অন্ধকারাচ্ছন্ন ভাবনা রয়েছে তা দূর করা।

সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এই দিনটিতে লিঙ্গবৈষম্য দূর করে ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ তৈরির অঙ্গীকার করে।

মেয়েকে কোনও ধরনের বৈষম্য ও অত্যাচারের শিকার হতে দেওয়া যাবে না, এই দিনের আসল তাৎপর্য এখানেই।