উচ্চশিক্ষার কথা ভাবছেন? Ph.D. করার ইচ্ছা রয়েছে? আমাদের দেশে Ph.D. করার জন্য কিছু নির্দিষ্ট নিয়মনীতি মানতে হয়, যা তৈরি ও পরিবর্তন করে UGC। এক্ষেত্রে সাম্প্রতিকতম রেগুলেশনটির নাম 'Minimum Standards and Procedures for Award of PhD Degree Regulations, 2022'। Ph.D. করার ন্যূনতম যোগ্যতা, কোন কোন ধাপে এগোতে হবে, এসবের খুঁটিনাটি বিবরণ রয়েছে রেগুলেশনটিতে। যেমন স্নাতকে ৩ বছর ও স্নাতকোত্তরে ২ বছরের পঠনপাঠন শেষ করার পর Ph.D. করা যাবে। তবে সেক্ষেত্রে মাস্টার্সে গড়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা জরুরি। সংরক্ষণের আওতাধীনদের জন্য নম্বরে ৫ শতাংশ ছাড় রয়েছে। এছাড়াও ৪ বছরের স্নাতক ও ১ বছরের স্নাতকোত্তর স্তরের লেখাপড়া শেষ করেও Ph.D.-র জন্য আবেদন করা যাবে। নতুন রেগুলেশনে ৪ বছরের স্নাতক স্তরের লেখাপড়া শেষের পরও Ph.D.-র সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে মোটের উপর ৭৫ শতাংশ নম্বর বা গ্রেড পয়েন্ট স্কেল থাকলে আনুপাতিক নম্বর পেতে হবে। Ph.D.-র জন্য হয় UGC NET/UGC-CSIR NET/GATE/CEED বা সমতুল জাতীয় প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিজেও এই ধরনের প্রবেশিকা পরীক্ষা নিতে পারে। নতুন রেগুলেশনে এছাড়াও কিছু রদবদল করা হয়েছে। বিস্তারিত জানতে https://www.ugc.gov.in/regulations.aspx-গিয়ে সংশ্লিষ্ট রেগুলেশনে ক্লিক করলেই ছবিটি স্পষ্ট হবে।