Image Source: PIXABAY

কাজের চাপে প্রিয়জনের জন্য সময় নেই? অফিসের ডেডলাইন 'রিলেশনশিপের' সব লন্ডভন্ড করে দিচ্ছে?

কিন্তু যে কোনও সম্পর্কের মতোই কাছের মানুষটির সঙ্গে কথাবার্তাকেও গুরুত্ব দেওয়া দরকার।

এক্ষেত্রে কিছু কৌশল বেশ কার্যকরী হতে পারে।

যেমন, বাড়ির যে কাজকর্ম রয়েছে তা সঙ্গীর সঙ্গে মিলেমিশে করে নিন।

এতে একসঙ্গে সময় কাটানোর সুযোগও পাওয়া যাবে, 'বন্ডিং'-ও জোরাল হবে।

হয়তো দুজনেই কর্মব্যস্ত, তবু স্রেফ একে অন্যের জন্য সময় বের করা দরকার।

সময়-সুযোগ বুঝে ছুটি প্ল্যান করুন।

যে কোনও ক্ষেত্রেই যখন কোনও লক্ষ্য স্থির করবেন একে অন্যের সঙ্গে আলোচনা করে নিলে ভালো।

যে কোনও সম্পর্কে দুটি মানুষকেই কিছু না কিছু ছাড়তে হয়।

তবে সেই আত্মত্যাগ যেন দু-তরফ থেকেই আসে।