Image Source: PIXABAY

সম্পর্কে রয়েছেন, কিন্তু পাশে থাকতে পারেন কি?

Relationship-র ক্ষেত্রে বহু সময়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এটি।

কিছু দিকে নজর দিলে সমস্যাটি হয়তো তেমন বড় বলে নাও মনে হতে পারে।

মতান্তর মানে মনান্তর নয়, এটা খেয়াল রাখা দরকার।

'পার্টনার'-র মতামতে সায় না দিলেও অন্তত তাকে শ্রদ্ধা করুন।

একে অন্যের সঙ্গে যতটা খোলাখুলি ও সৎ ভাবে কথা বলা সম্ভব, বলুন।

আপনারা একই দলে, একটি 'টিম'--তর্কাতর্কির মুহূর্তেও ভুলে গেলে চলবে না।

কাজের পাশাপাশি পার্টনারের জন্যও সময় বের করা দরকার।

একে অন্যের কথা শোনা প্রয়োজন। বিশেষত প্রত্যেক দিনের জীবনে কী সমস্যা হচ্ছে, সেগুলি মন দিয়ে শোনা জরুরি।

বিশ্বাসের ভিত যেন অল্পেতেই টাল না খায়। বার্তাটি আপনার সঙ্গীকে দিয়ে দেখতে পারেন, শ্রদ্ধা ও ভরসার টান বাড়বে।