লেখাপড়ার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবছেন? পাশাপাশি এই জিনিসটিও মাথায় রাখছেন তো? বাইরে লেখাপড়া করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ তৈরি করাটাও দরকার। যে বিষয় নিয়ে লেখাপড়ার কথা ভাবছেন, সেই বিষয়ের পোড়খাওয়া পেশাদারদের সঙ্গে যোগাযোগ তৈরির বেশ কিছু ভাল দিক রয়েছে। কিন্তু বিদেশের মাটিতে, যেখানে কাউকে সে ভাবে হয়তো চেনেন না, কী ভাবে এই যোগাযোগ তৈরি করবেন? প্রথমত, সামাজিক অনুষ্ঠানে যোগ দিন। এই ধরনের জায়গায় বিভিন্ন পেশার মানুষ আসেন। তাঁদের সঙ্গে আলাপ হলে সেখান থেকে নেটওয়ার্ক বাড়ানোর সুযোগ তৈরি হবে। ইউনিভার্সিটির কেরিয়ার ডেভলপমেন্ট সেল-র সঙ্গে কথা বলে রাখা দরকার। কেরিয়ার ডেভলপমেন্ট সেল-র সঙ্গে বহু ইন্ডাস্ট্রি এক্সপার্টের যোগাযোগ থাকে। যেখানে থাকছেন, সেখানকার স্থানীয় ক্লাবে যোগ দিলেও ফয়দা রয়েছে। ক্লাবেও বিভিন্ন ক্ষেত্রের মানুষ যাতায়াত করেন। তাঁদের সঙ্গে আলাপ হলে পরিচিতির ক্ষেত্র বাড়বে।