Image Source: Pexels

আপনার ফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে কিনা তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে।

Image Source: Pexels

আপনার ফোনে ৫জি সার্ভিস সাপোর্ট করবে কিনা বুঝবেন কীভাবে?

Image Source: Pexels

প্রথমে স্মার্টফোনের সেটিংস অ্যাপে যেতে হবে। এবার যেতে হবে কানেকশন অপশনে।

Image Source: Pexels

সেখানে গিয়ে মোবাইল নেটওয়ার্কে ট্যাপ করতে হবে। তারপর নেটওয়ার্ক মোড অপশনে ট্যাপ করতে হবে।

Image Source: Pexels

যদি আপনি 2G/3G/4G/5G (auto connect)- এই অপশন দেখতে পান তাহলে বুঝবেন আপনার ফোনে ৫জি সাপোর্ট রয়েছে।

Image Source: Pexels

যদি আপনার ফোনে 2G/3G/4G অপশন থাকে তাহলে বুঝতে হবে যে এই ডিভাইসে ৫জি সাপোর্ট নেই।

Image Source: Pexels

ফোনে ৫জি পরিষেবা চালু করতে চাইলে নেটওয়ার্ক সেটিংসে গিয়ে 2G/3G/4G/5G (auto connect)- এই অপশন বেছে নিতে হবে।

Image Source: Pexels

৫জি নেটওয়ার্ক উপলব্ধ হলে আপনার ফোন আপনা আপনিই ৫জি পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে যাবে।

Image Source: Pexels

ফোনে ৫জি পরিষেবা পেতে চাইলে আপনার এলাকায় ৫জি সার্ভিস চালু হয়েছে কিনা সেটা দেখতে হবে।

Image Source: Pexels

আপনার ফোনের সিম ৫জি সার্ভিস সাপোর্ট করতে পারবে কিনা তাও দেখতে হবে।