আপনার ফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে কিনা তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। আপনার ফোনে ৫জি সার্ভিস সাপোর্ট করবে কিনা বুঝবেন কীভাবে? প্রথমে স্মার্টফোনের সেটিংস অ্যাপে যেতে হবে। এবার যেতে হবে কানেকশন অপশনে। সেখানে গিয়ে মোবাইল নেটওয়ার্কে ট্যাপ করতে হবে। তারপর নেটওয়ার্ক মোড অপশনে ট্যাপ করতে হবে। যদি আপনি 2G/3G/4G/5G (auto connect)- এই অপশন দেখতে পান তাহলে বুঝবেন আপনার ফোনে ৫জি সাপোর্ট রয়েছে। যদি আপনার ফোনে 2G/3G/4G অপশন থাকে তাহলে বুঝতে হবে যে এই ডিভাইসে ৫জি সাপোর্ট নেই। ফোনে ৫জি পরিষেবা চালু করতে চাইলে নেটওয়ার্ক সেটিংসে গিয়ে 2G/3G/4G/5G (auto connect)- এই অপশন বেছে নিতে হবে। ৫জি নেটওয়ার্ক উপলব্ধ হলে আপনার ফোন আপনা আপনিই ৫জি পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফোনে ৫জি পরিষেবা পেতে চাইলে আপনার এলাকায় ৫জি সার্ভিস চালু হয়েছে কিনা সেটা দেখতে হবে। আপনার ফোনের সিম ৫জি সার্ভিস সাপোর্ট করতে পারবে কিনা তাও দেখতে হবে।