ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ৫জি ফোন নোকিয়া জি৬০ ৫জি।

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা।

৮ নভেম্বর থেকে নোকিয়ার এই ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে।

Nokia.com এবং অন্যান্য জনপ্রিয় প্রথম সারির অনলাইন পোর্টালের মাধ্যমে নোকিয়া জি৬০ ৫জি ফোন কেনা যাবে।

নোকিয়ার এই নতুন ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর।

এছাড়াও রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

নোকিয়া জি৬০ ৫জি ফোনে রয়েছে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

এই ফোনে 5G non-standalone (NSA) architecture- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে Jio True 5G standalone (SA) কানেক্টিভিটি।

নোকিয়ার নতুন ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে ২ দিন পর্যন্ত চার্জ থাকবে এই ফোনে।

নোকিয়া জি৬০ ৫জি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।