Image Source: PIXABAY

কে বলে স্কুল, পাড়া বা বাড়ির বাইরে ছাড়া কোথাও বন্ধু হয় না?

বহুক্ষেত্রে ভাইবোনই সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারে।।

ক্ষেত্রবিশেষে সে আবার সবচেয়ে কাছের 'সিক্রেট কিপার'-ও।

কিন্তু যে কোনও সম্পর্কের মতো ভাইবোনের সঙ্গে সম্পর্ক মজবুত করতেও কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

প্রথমত, বয়সে ছোট বা বড়, ভাই বা বোনকে গুরুত্ব দিন।

সে যে রকম, তাকে সে রকম ভাবেই মেনে নিলে সম্পর্কের বুনিয়াদ মজবুত হয়।

একে অন্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাটাও অত্যন্ত জরুরি।

ভাই-বোন থাকা মানেই ঝগড়াঝাঁটি হবে, হওয়াটা স্বাভাবিকও।

তবে মতপার্থক্য মানে যে মনের দূরত্ব নয়, সেটাও বোঝা দরকার।

দাদা-দিদি হোন বা ভাই-বোন, তাঁদের কথা শোনার চেষ্টা করতে হবে। আপনি যে তাঁদের প্রয়োজনে পাশে রয়েছেন, সেটা বুঝিয়ে দেওয়ার আদর্শ উপায় এটি।