লেখাপড়া থেকে খেলাধুলো, বেশিরভাগ ক্ষেত্রেই গোড়ার পাঠ নেওয়ার সেরা সময় শৈশব। যে কোনও ক্ষেত্রে দক্ষ হতে গেলে প্রতিভার পাশাপাশি আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধও জরুরি। না হলে নতুন কোনও কিছু শেখার ব্যাপারে অনীহা তৈরি হতে পারে শিশুর মধ্যে। খুদে মনের আত্মবিশ্বাস বাড়াতে কয়েকটি বিষয় চর্চার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন হাতের কাজ হোক অন্য কিছু, শিশুর ছোটখাটো উদ্যোগের প্রশংসাও জরুরি। এতে ভবিষ্যতে নতুন কিছু করতে খুদের উৎসাহ বাড়তে পারে। ভাই-বোন বা বন্ধুবান্ধবের সঙ্গে অহেতুক নেতিবাচক তুলনা একেবারে নয়। এই ধরনের তুলনায় তার আত্মমর্যাদাবোধ তলানিতে ঠেকতে পারে। শিশুর কাছে তার অভিভাবকই প্রথম রোল মডেল। অভিভাবক কী করছেন, তাও শিশুর উপর প্রভাব ফেলে। তাই আত্মবিশ্বাস বাড়াতে সেদিকেও খেয়াল রাখা দরকার।