NEET UG-র ফল প্রকাশিত। এর মধ্যেই বেশ কয়েকটি রাজ্য অনলাইন কাউন্সেলিংও শুরু করে দিয়েছে। জাতীয় কোটা এবং রাজ্য কোটা, দুই ক্ষেত্রে NEET-র কাউন্সেলিং আলাদা ভাবে হয়। জাতীয় কোটায় NEET-র যে কাউন্সেলিং হয়, তার ব্যবস্থা করে মেডিক্যাল কাউন্সিল কমিটি। মেডিক্যাল কাউন্সিল কমিটি সেই কাউন্সেলিং প্রক্রিয়া এখনও শুরু করেনি। রাজ্য়গুলি তাদের নির্ধারিত কোটার আসনে যে কাউন্সেলিং করে, সেই প্রক্রিয়া কিছু ক্ষেত্রে শুরু হয়েছে। যেমন ওড়িশা NEET কাউন্সেলিং বুধবার থেকে শুরু হয়েছে। অরুণাচল প্রদেশের NEET কাউন্সেলিং চলছে। তামিলনাড়ুর NEET কাউন্সেলিং আবার বুধবারই শেষ হওয়ার কথা। বাংলা-সহ ১৩টি ভাষায় NEET UG পরীক্ষা নেওয়া হয়েছিল। জাতীয় কোটার কাউন্সেলিংয়ের জন্য mcc.nic.in সাইটটিতে প্রথমে রেজিস্টার করতে হবে। এর পর NEET UG 2023 লিঙ্কে ক্লিক করলেই রেজিস্ট্রেশন লিঙ্ক খুলে যাবে। জরুরি তথ্য দিয়ে সাবমিট করার পরই 'লগ ইন' করা যাবে।