Image Source: PIXABAY

ব্যস্ত সময়ের ফাঁকে প্রিয় মানুষটির সঙ্গে 'ডেট'? সুন্দর মুহূর্তগুলি অক্ষুণ্ণ রাখতে মনে রাখুন এই বিষয়গুলি।

দেরি করা যাবে না। 'পার্টনার'-কে অপেক্ষা করানো মানে সেখানেই কিন্তু নম্বর কাটা গেল।

যদি কোনও কারণে দেরি হয়, তা হলে যতটা সম্ভব আগে থেকেই জানিয়ে দিন।

কথা শুনুন। প্রয়োজন বা অপ্রয়োজনের সবটাই মন দিয়ে শোনা জরুরি।

ডেট-এ গিয়ে মোবাইলে নয়, হাত থাকুক অন্যের হাতে।

জাঁকজমক পূর্ণ সাজ নয়, তবে আপনি যে বিশেষ মানুষটিকে 'ইমপ্রেস' করার সেজেছেন সেটা যেন বোঝা যায়!

'ডেট'-র জায়গা কোথায়, সেটা বুঝে নিয়ে তার পর সাজলে ভাল।

সবচেয়ে জরুরি, প্রিয় মানুষের সঙ্গে এই বিশেষ সময়টি একেবারে 'রিল্যাক্সড' হয়ে কাটান।

প্রিয় মানুষটি ঠিকঠাক ফিরেছেন তো? ডেট-র পরে অবশ্যই মেসেজে খোঁজ নিন।

এক আলাপেই কথা শেষ হয় না। তাই চরৈবতি...