শীতে সর্দি-কাশি জাতীয় অসুখের মতো হার্ট অ্যাটাকের প্রবণতাও বাড়ে।

শীতে রক্তনালী সঙ্কুচিত হওয়ার প্রবণতা বাড়ে।

হার্ট আমাদের শরীরে পাম্পিং স্টেশনের মতোই কাজ করে।

তাই হার্টকে শরীরের বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালনা করতে বেশি খাটতে হয়।

শীতে শরীরের অক্সিজেনের প্রয়োজন বাড়ে।

এমনিতেই শীতে রক্তনালীর সঙ্কোচন হয়।

তাই হৃদপিণ্ডে কম অক্সিজেন পৌঁছায়।

শীতে পার্টিতে যাওয়া, খাওয়া-দাওয়া বেশি করার প্রবণতা বাড়ে।

তার থেকে শরীরে খারাপ কোলেস্টেরল বাড়ে। তাই সাবধান।

হার্টের সমস্যা থাকলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, বিশেষত শীতে।