মেক আপ করতে ভালোবাসেন? কিন্তু মেক আপের সময় চোখের সুরক্ষার দিকটা কতটা নজরে থাকে? বেশিরভাগ সময়ই মেক আপের সময় অনেকেই চোখের সুরক্ষার কথা খেয়াল করেন না। যদিও এর ফল মারাত্মক হতে পারে, হুঁশিয়ার করছেন বিশেষজ্ঞরা। প্রত্যেক বার মেক আপ শুরুর আগে ভাল করে হাত স্যানিটাইজ করে নেওয়া দরকার। চোখ বা ত্বকে সংক্রমণ হয়ে থাকলে সেটি থেকে সেরে ওঠার পর মেক আপের সামগ্রী বদলে ফেলা দরকার। যে ব্রাশ দিয়ে মেক আপ করেন, সেটি নিয়মিত পরিষ্কার করা দরকার। পুরনো, শুকিয়ে যাওয়া মেক আপ সামগ্রী ব্যবহার না করাই ভাল। বিশেষত Mascara, Eye Liner জাতীয় মেক আপের ক্ষেত্রে নতুন সামগ্রী কিনে নেওয়া দরকার। গ্লিটারি আই মেক আপ ব্যবহার না করাই ভাল। কারণ Glitter চোখে ঢুকে গিয়ে অসুবিধা তৈরি করতে পারে। সবচেয়ে জরুরি, নিজের মেক আপ সামগ্রী অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।