Image Source: pixabay
মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার খেতে অনেকেরই ভাল লাগে।
Image Source: pixabay
অনেক সময়েই মুড লিফটিং-এর কাজ করে মিষ্টি খাবার।
Image Source: pixabay
কিন্তু শরীরের জন্য মিষ্টি খাওয়ার অভ্যাস ছাড়তেই হয়।
Image Source: pixabay
মিষ্টি খাওয়ার ইচ্ছে কমানোর জন্য বেশ কিছু কাজ করে দেখতে পারেন।
Image Source: pixabay
ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়ান, প্রোটিনযুক্ত খাবার মিষ্টি খাওয়ার ইচ্ছে কমায়।
Image Source: pixabay
ঠিক সময়ে ঘুমনো এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম এই অভ্যাস কমাতে সাহায্য করে।
Image Source: pixabay
যাঁদের ঘুম কম হয়, তাঁদের মিষ্টি খাওয়ার ইচ্ছে বেশি দেখা যায়।
Image Source: pixabay
লেবু, পেঁয়াজ, রসুন-এগুলি বেশি খেলে মিষ্টি খাওয়ার ইচ্ছে কমে।
Image Source: pixabay
শরীরচর্চায় সেরোটোনিন ও ডোপেমিনের ক্ষরণ বাড়ে, যার ফলে মিষ্টির প্রতি ইচ্ছে কমাতে পারে।
Image Source: pixabay
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞের কথা মেনে চলুন।
সমস্ত দেখুন
ভাল রাখবে পেঁয়াজ
ভাল ঘুমে যোগাসন
গ্লিসারিনের ব্যবহার, তরতাজা রাখে ত্বক
মাঙ্কি পক্স কেন হয়? কাদের হয়?