Image Source: pixabay

মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার খেতে অনেকেরই ভাল লাগে।

Image Source: pixabay

অনেক সময়েই মুড লিফটিং-এর কাজ করে মিষ্টি খাবার।

Image Source: pixabay

কিন্তু শরীরের জন্য মিষ্টি খাওয়ার অভ্যাস ছাড়তেই হয়।

Image Source: pixabay

মিষ্টি খাওয়ার ইচ্ছে কমানোর জন্য বেশ কিছু কাজ করে দেখতে পারেন।

Image Source: pixabay

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়ান, প্রোটিনযুক্ত খাবার মিষ্টি খাওয়ার ইচ্ছে কমায়।

Image Source: pixabay

ঠিক সময়ে ঘুমনো এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম এই অভ্যাস কমাতে সাহায্য করে।

Image Source: pixabay

যাঁদের ঘুম কম হয়, তাঁদের মিষ্টি খাওয়ার ইচ্ছে বেশি দেখা যায়।

Image Source: pixabay

লেবু, পেঁয়াজ, রসুন-এগুলি বেশি খেলে মিষ্টি খাওয়ার ইচ্ছে কমে।

Image Source: pixabay

শরীরচর্চায় সেরোটোনিন ও ডোপেমিনের ক্ষরণ বাড়ে, যার ফলে মিষ্টির প্রতি ইচ্ছে কমাতে পারে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞের কথা মেনে চলুন।