প্রাচীন কাল থেকে আধুনিক সময়, পছন্দের তালিকায় সবসময় উপরের দিকেই থেকেছে সিল্ক। নারী থেকে পুরুষ, সবার জন্য়ই রকমারি জামাকাপড়ের জন্য ব্য়বহার হয় সিল্ক। দীর্ঘদিন ভাল থাকতে পারে সিল্কের কাপড়। কিন্তু তার প্রধান শর্ত যত্ন। সিল্কের কাপড়ে কখনও ব্লিচ করা যাবে না , তাহলে রোঁয়া উঠে নষ্ট হয়ে যাবে কাপড়। কড়া রোদে সিল্কের কাপড় মেলবেন না। রোদের তাপে রং নষ্ট হয়ে যায়। ওয়াশিং মেশিনে শুকনো যাবে না। অতিরিক্ত তাপে ক্ষতি হয় সিল্কের। সাধারণত সিল্ক ধোওয়ার সময় কড়া ডিটারজেন্ট ব্যবহার না করাই ভাল। মেশিনে নয়, সিল্কের কাপড়ের ক্ষেত্রে হাতে ধোওয়াই সবচেয়ে ভাল উপায়। আয়রন বা ইস্ত্রি করার সময় সিল্কের কাপড়ের উপর পাতলা কাপড় রেখে তার উপর ইস্ত্রি করুন। দীর্ঘদিন ধরে ব্য়বহার না হলে মাঝে মাঝে সিল্কের কাপড় বের করে হালকা রোদে দিতে হবে।