কয়েকটি রাজ্যে এই ফ্লু-তে আক্রান্ত হয়েছে শতাধিক শিশু । বাংলায়ও এমন উপসর্গের দেখা মিলছে।
এ রাজ্যে কেউ আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতরের কাছে খবর নেই।
হাতের তালু ও পায়ের পাতায় ফোস্কার মতো লালচে রঙের র্যাশ দেখা যায়।
লাল রঙের ফোসকাগুলি দেখতে টমেটোর মতো, তাই নাম টোম্যাটো ফ্লু।
জ্বর, সর্দি-কাশি, নাক দিয়ে জল পড়া, বমিভাব, পেটে ব্যাথা, ডায়েরিয়ার মতো উপসর্গ
গলা, মুখ ও জিভে ঘা হয়, জ্বালাভাব থাকে। খেতে সমস্যা হয়।
কেরলে আক্রান্তর সংখ্যা ৮০।
এখনও পর্যন্ত ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই সংক্রমণ দেখা যাচ্ছে।
ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে হাত ও মুখ ও খাদ্যনালীতে। এটি ভ্যারিয়েন্ট অফ হ্যান্ড ফুট এন্ড মাউথ।
উপসর্গ থাকে ৩ থেকে ৫ দিন। হাসপাতালে ভর্তির প্রয়োজন খুব কম জনের ক্ষেত্রেই পড়ে।
বাড়াবাড়ি হলে অনেকসময়ই তা প্রাণঘাতী হতে পারে। উপসর্গ দেখলেই ডাক্তার দেখান
নিয়ে অযথা আতঙ্কের