টেস্টে এক ওভারে ৩৫ রান, গতকালই বুমরার ব্যাটে বিশ্বরেকর্ড হয়েছে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ২৯ রান তুলেছেন বুমরা, ভেঙে দিয়েছেল লারার রেকর্ড টি-টোয়েন্টির পর টেস্টেও এবার এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার লজ্জার রেকর্ডের মালিক ব্রড গতকাল ভারতের ইনিংসে ৮৪ তম ওভারে ব্রডের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান বুমরা দ্বিতীয় বলে ওয়াইড ও বাউন্ডারি হয়, ১ বলে আসে ৯ রান পরের বলটি আবার নো করে বসেন ব্রড। সেই বলে ছক্কা হাঁকিয়ে দেন বুমরা দ্বিতীয় বলে আরও একটি বাউন্ডারি হাঁকিয়ে দেন বুমরা পরের বলে ফের বাউন্ডারি বুমরার, ৪ বলে ওঠে ২৪ রান এর পরের ২ বলে একটি বাউন্ডার ও একটি ছক্কা হাঁকিয়ে দেন বুমরা ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ ও এবার বুমরা, ব্রডের ভাগ্য বোধহয় এতটাই খারাপ